ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:০৩, ১০ নভেম্বর ২০১৭

নতুন গবেষণা

এলইডি ভাস্কর্য ১৪ ফুট উচ্চতার এলইডি ভাস্কর্যটি যে কোনো ব্যক্তিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। তবে যেনতেন ক্যামেরায় তোলা ছবি হলে হবে না, একই সময় ২৯টি ক্যামেরার সাহায্যে ছবি তুলতে হবে। তবে চিন্তার কিছু নেই, ভাস্কর্যটিতে পেছনেই রয়েছে ছবি তোলার বিশেষ বুথ। ছবি তোলা শেষে বুথটি থেকেই সরাসরি ভাস্কর্যটি প্রদর্শন করা যায়। যুক্তরাষ্ট্রের গ্রেটার কলম্বাস কনভেনশন সেন্টারে দেখা মিলেছে ভাস্কর্যটির। সূত্র : ডেইলি মিরর কৃত্রিম চামড়ায় অনুভূতি! মানুষের চামড়ার মতোই স্পর্শের অনুভূতি দিতে সক্ষম কৃত্রিম চামড়া তৈরি করেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এ্যাঞ্জেলেসের গবেষকরা। পাতলা কৃত্রিম চামড়াটিতে রয়েছে বিশেষ ধরনের সেন্সর। নরম হওয়ায় মানুষের শরীরের মতোই চামড়ার আকার পরিবর্তন হয়। ফলে নতুন এই প্রযুক্তির চামড়া ব্যবহার করা হলে যেকোনো বস্তু স্পর্শ করার অনুভূতি পাবে রোবট। ফলে রোবট-প্রযুক্তি আরও উন্নত হবে। সূত্র : বিবিসি
×