ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:২৪, ১০ নভেম্বর ২০১৭

কবিতা

জীবনের কাছে ফেরা মুহাম্মদ ফরিদ হাসান (উৎসর্গ : অমিতাভ রেজা চৌধুরীকে) সবকিছু ছেড়ে যেখানে ভালোবাসা রেখে যাই যেখানে গোপন রাখি মাটির শৈশব, মায়া ফিরে ফিরে আসি ঘুরে ঘুরে আসি প্রতিদিন শিশির আলোয় রেখে যাই দীর্ঘ দেহের ছায়া। প্রতিটি ভোরে প্রতিটি চোখে রেখে যাই প্রেম বৃক্ষের সাথে জড়িয়ে রাখি পাতা, মাছরাঙা ঠোঁটে মাছ প্রতিটি মৃতের মুখে কথা রেখে যাই, দ্বিধাহীন নর্তকীর পায়ে রাখি জলের ঘুংঘুর, উন্মাদিনী নাচ। গাঙুরের জলে ভেসে মিশে যাই, জল হয়ে ঘুরি ফেরি করি হাসি, প্রাচীন পাথর, প্রিয়সুখ যত যেখানেই যাই, ভালোবাসা উড়াই মুখে মুখে জীবন বেঁচে থাকুক মায়ায়, অবিরাম অবিরত... *সময় ভ্রমণ সৈয়দ শরীফ এভাবেই কেটে যাচ্ছে জীবন; আমাদের ধুলোমাখা বিকেলগুলো কী রকম স্বচ্ছ হয়ে গেলো শহরের উঁচু উঁচু টাওয়ারগুলো আজকাল জীবন বোঝে না; শুদ্ধতা ভুলে গিয়ে, রোবলাইফ পেয়ে যায় কিশোর দল। কেটে যাচ্ছে তবু; পেরিয়ে যাচ্ছে অণুকাল শুকনো পাতায় নড় নড় করে আগামী; হিমালয় কাঁদে পৃথিবীর তাপমাত্রা আরও কিছুটা বেড়ে গেলে, আগামী কয়েক শতাব্দী মহাকাশে কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে না তবে কি পিছিয়ে পড়বে পৃথিবী? দেখা যাচ্ছে মঙ্গলগ্রহে আমাদের পরবর্তী প্রজন্ম; অথচ স্কুল কিবা কলেজ মাঠে খুন হয় নুনমাখা পেয়ারা; আমাদের তবু ডালিমফল প্রয়োজন ডালিম অতি সুস্বাদু ও সুখাদ্য ফল; যদিও এরই সুর ধরে ঘটে যেতে পারে নৃজাতির বিলুপ্তি...
×