ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী আইটি মেলা শুরু কাল

প্রকাশিত: ০৫:১৫, ১০ নভেম্বর ২০১৭

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী আইটি মেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আইটি মেলা। সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনাল ও চিটাগং চেম্বার যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এতে মোট ৫০টি স্টল নিয়ে অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য ২৬টি প্রতিষ্ঠান। এছাড়া ভারতের দিল্লীর একটি নামী প্রতিষ্ঠানের অংশগ্রহণও থাকছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চিটাগং চেম্বার সভাপতি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর, সবচেয়ে বড় ইপিজেড এবং নতুন তিনটি ইকোনমিক জোনসহ দেশের অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থানের কারণে চট্টগ্রামকে ‘নেক্সট টেকনো হাব’ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। অর্থনৈতিক কর্মকা- চট্টগ্রামেই সবচেয়ে বেশি। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি ও শিল্প গ্রুপ তাদের প্রধান কার্যালয় চট্টগ্রামে নিয়ে আসবে। ফলে নেক্সট টেকনো হাব গড়ে তোলার উপযুক্ত স্থান এই চট্টগ্রাম। চিটাগং চেম্বারও এ ব্যাপারে নিজ অবস্থান থেকে ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, আধুনিক এ যুগে দেশকে এগিয়ে নিতে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। চিটাগং চেম্বার দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্থাপনের মধ্য দিয়ে অগ্রগতিতে সহযোগী হয়েছে। এখানে খাতভিত্তিক মেলা আয়োজনের সুযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের প্রথম মাসেই প্রকাশ করা হবে কেলেন্ডার ইয়ার। এতে করে দেশী-বিদেশী আগ্রহীরা চিটাগং চেম্বার এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কার্যক্রম বিষয়ে অবহিত হতে পারবে।
×