ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় ১০ কর বাহাদুর পরিবার ও ৭৭ সেরা করদাতাকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:১৪, ১০ নভেম্বর ২০১৭

খুলনায় ১০ কর বাহাদুর পরিবার ও ৭৭ সেরা করদাতাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কর অঞ্চল খুলনার অধিক্ষেত্রের খুলনা সিটি কর্পোরেশন এবং ১০টি জেলার ৭৭ জন সেরা করদাতা এবং ১০ পরিবারকে কর বাহাদুর পরিবার সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বয়রা এলাকায় অবস্থিত সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে কর অঞ্চল খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কর প্রদানকে একটি ন্যাশনাল প্রাকটিস হিসেবে গড়ে তুলতে হবে। কর অঞ্চল খুলনার আওতায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার নির্দেশনার আলোকে কর বাহাদুর পরিবার সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন এলাকার এম এম এ সালাম ও তার পরিবার, যশোর কোতোয়ালির মোঃ সফিউর রহমান মল্লিক ও তার পরিবার, চুয়াডাঙ্গার মোঃ রকিবুল ইসলাম ও তার পরিবার, মাগুরার মোঃ রজব আলী মজনু ও তার পরিবার, সাতক্ষীরার মোঃ গোলাম রব্বানী ও তার পরিবার, নড়াইলের মোঃ ওয়াহিদুজ্জামান ও তার পরিবার, কুষ্টিয়ার মোঃ মজিবুর রহমান ও তার পরিবার, ঝিনাইদহের ডাঃ দুলাল কুমার চক্রবর্তী ও তার পরিবার, মেহেরপুরের মোঃ আব্দুস সালাম ও তার পরিবার এবং বাগেরহাটের এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা ও তার পরিবার। পরিবারের সবাই কর প্রদান করেন এমন পরিবারকে এই কর বাহাদুর সম্মাননা প্রদান করা হয়।
×