ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আওয়ামীলীগের দই গ্রুপের সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ১২

প্রকাশিত: ০২:০৭, ৯ নভেম্বর ২০১৭

বাঁশখালীতে আওয়ামীলীগের দই গ্রুপের সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ১২

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর প্রধন সড়কের অলি মিয়ার দোকান এলাকায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ ১২ সহ আহত হয়েছে অতন্ত ৩৮ জন। বৃহস্পতিবার (৯ নবেম্বর) বিকাল ৪ টার দিকে সংঘর্ষে প্রধান সড়ক জুড়ে যানযটের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি বিনিময়ের ঘটনার পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা চলছিল। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পৌরসদরের গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভার আনোয়াজন করেছিল আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন এর সমর্তকরা। সেই উপলক্ষে আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন এর গাড়ীবহর সরল ইউপি জালিয়াঘাটা অলি মিয়া দোকান এলাকার প্রধান সড়কে পৌছলে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্তকরা গাড়ীবহর আটকে দেয়। নেতার গাড়ী আটকে দেওয়ার খবর কর্মী সমর্তকদের মাছে ছড়িয়ে পড়লে তারা ঘটনা স্থলে পৌছে। সেখানেই দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ একপর্যায়ে পুরো এলাকা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১২ নেতা কর্মী গুলিবৃদ্ধ সহ আহত হয়েছে অতন্ত ৩৮ জন। এই সময় প্রধান সড়কে যান চলচল ঘন্টাব্যাপী বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভা চলছিল। তাছাড়া পরবর্তী সংঘর্ষ এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে বলে ওসি আলমগীর হোসেন জানান।
×