ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: ০১:৫৬, ৯ নভেম্বর ২০১৭

ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বসত ঘরের পাশে আবাদকৃত ধান ক্ষেতে ইঁদুরের আক্রমন থেকে ফসল রক্ষার জন্য ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জেলার উজিরপুর পৌর এলাকার পূর্ব পরমানন্দসাহা এলাকায়। নুরুল ইসলাম ওই এলাকার মৃত রহমালী হাওলাদারের পুত্র। জানা গেছে, গত চারদিন থেকে ইঁদুর মারার জন্য নুরুল ইসলাম তার বসত ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে জমিতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখে। বৃহস্পতিবার সকালে বিদ্যুত লাইন বন্ধ না করেই নুরুল ইসলাম তার ক্ষেতে প্রবেশ করলে বিদ্যুতের তারের জড়িয়ে সে মারা যায়।
×