ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে নৌকা ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০১:৫৩, ৯ নভেম্বর ২০১৭

নরসিংদীতে নৌকা ডুবে  শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নৌকা ডুবে সুরাইয়া (১বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ও অপর এক মহিলা নিখোঁজ রয়েছে। নরসিংদী বাজারের বিপীন সাহার ঘাট সংলগ্ন হাড়িধোয়া নদীতে বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। জানা গেছে নরসিংদী সদর উপজেলার দুর্গমচর এলাকা নজরপুর যাবার পথে লোকমান মিয়ার নৌকাটিকে বিপরীত দিকথেকে আসা রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের চরফুলদী গ্রামের ছিদ্দীক মিয়ার নৌকাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরপুর গামী নৌকাটি ডুবে যায়। এতে নৌকার যাত্রী তোফাজ্জল হোসেনের শিশুকন্যা সুরাইয়া পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডুবে যাওয়া নৌকায় চাল ডাল ভুষি সহ অন্ততঃ ৭০ বস্তা মুদি মালামাল ছিল। নৌকার যাত্রী সোলেমান মিয়া জানান, নৌকাটি বিপিন সাহার ঘাট থেকে ছেড়ে যাবার পর বিপরীত দিকথেকে আসা নরসিংদী বাজার অভিমুখী নৌকাটি দেখে নজরপুর গামি নৌকাটি থামিয়ে দেয়া হয়। কিন্তু হাড়িধোয়া নদীর দুকিনারায় বালু ভর্তি কার্গো নোঙ্গর করে রাখার ফলে নরসিংদী বাজার অভিমুখী ছিদ্দীক মিয়ার নৌকাটি বালিভর্তি কার্গোকে ধাক্কা না দিয়ে নজর পুর গামি লোকমান মিয়ার নৌকাটিকে ধাক্কা দেয়। এতে শিশু সুরাইয়া ছিটকে পানিতে পড়ে যায়।আশপাশের লোক জন পানিতে থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন ।ডুবে যাওয়া নৌকাটিকে ৭০ বস্তা মুদি মালামাল পানিতে ভিজে ক্ষতি গ্রস্ত হয়। এ সময় নদীর দু’পাড়ে শতশত মানুষ ভীড় জমায় । নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম ঘঁটনাস্থল পরিদর্শন করেন ।তিনি জানান এশটি শিশু মারা গেছে এবং একজন মহিলা নিখোঁজ রয়েছে। পুলিশ ঘটঁনাস্থল থেকে ছিদ্দীক মিয়ার নৌকাটি আটক করেছে।
×