ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনা-কলকাতা ট্রেন উদ্ধোধনে দেশ লাভবান হবে ॥ শাজাহান খান

প্রকাশিত: ০১:৩৮, ৯ নভেম্বর ২০১৭

খুলনা-কলকাতা ট্রেন উদ্ধোধনে দেশ লাভবান হবে ॥ শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ভারতের সাথে আন্তঃদেশীয় যে সম্পর্ক এর মধ্যে শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই নয়, ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। যেমন নৌপথে জাহাজ চলাচলে দেশ লাভবান হচ্ছে, তেমনি রেলপথে ট্রেন চলাচলেও দেশ লাভবান হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে সোড়া ৩শত জাহাজ চলাচল করে, এর মধ্যে ৩শ’ জাহাজই বাংলাদেশের। এতে শ্রমিকরা যেমন কর্মসংস্থান খুঁজে পেয়েছে, তেমনি মালিকরাও লাভবান হচ্ছেন। এই পুরো লাভের টাকা ডলারের মাধ্যমে পাচ্ছে। তাই খুলনা-কলকাতা ট্রেন চলাচলে দেশও ব্যাপকভাবে লাভবান হবে। আগামী ১২ নবেম্বর রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজনৈতিক ভাষণ দিবেন। এই প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সভা সমাবেশ করার আগে পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হয়। এই অনুমতি পুলিশ দিবে কি না, সেটা পুলিশের ব্যাপার। যে কোন রাজনৈতিক দলের একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে, সভা-সমাবেশ করার। কিন্তু গণতন্ত্রের নামে কোন সন্ত্রাস সৃষ্টি করা, জঙ্গিদের লালন-পালন করে তাদের দিয়ে কোন কর্মকান্ড পরিচালনা করা এগুলো উচিৎ নয় বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক ইসমত কাদের গামা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. সেলিনা আখতার, মাদারীপুর শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক খন্দকার খায়রুল হাসান নিটুলসহ অন্যরা।
×