ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে পুরুষের রান্না উৎসব

প্রকাশিত: ০১:৩৭, ৯ নভেম্বর ২০১৭

লালমনিরহাটে পুরুষের রান্না উৎসব

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটে ভিন্ন রুপ পুরুষদের রান্নার প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (৯নবেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এই রান্নার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম অফিসার রজব আলীর। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, বীর প্রতীক ক্যাপ্টেন (অব:) আজিজুল হক, এ্যাকশন এইড এর উপপরিচালক শেখ মন্জুর ই আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বিধু ভুষন রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম রাজু, কবি ও সাহিত্যক ফেরদৌসী বেগম, এসকেএস ফাউন্ডেশনের কো অডিনেটর সুলতান পারভীন প্রমুখ। উক্ত ভিন্ন রুপে পুরুষ রান্না উৎসবে ২১টি ষ্টল স্থাপন করা হয়। ষ্টলে ভিন্ন ধরনের খাবার রান্না করে রাখা হয়েছে। অতিথিরা ষ্টলগুলো ঘুরে দেখেন ও খাবারের মান ও স্বাদ যাচাই করেন। আলোচনা শেষে ষ্টল স্থাপন শ্রেষ্ট পুরুষ রান্নায় প্রথম পুরুস্কার হাফিজুল ইসলাম ১৬নং ষ্টল (ভাত ও বার প্রকার ভত্তা), ২য় পুরস্বকার ৫ নং ষ্টল ইসমাইল হোসেন(পিঠা) ও ৩য় পুরস্কার ১৭নং ষ্টল খোরশেদ আলম (পান দোকানী)।
×