ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে

প্রকাশিত: ০১:২০, ৯ নভেম্বর ২০১৭

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর মাসে রপ্তানি আয় বেড়েছে। আলোচ্য মাসে ছাড়িয়ে গেছে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা। সেই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয়ও বেড়েছে। অক্টোবর মাসে রপ্তানিতে মোট আয় হয়েছে ২৮৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ২৩ হাজার ৬৯৬ কোটি টাকা। যা এই মাসের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।সদ্য সমাপ্ত মাসে ২৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের অক্টোবর মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ২৬৭ কোটি ১৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় ৬ দশমিক ৪২ শতাংশ বেশি। নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার। ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।
×