ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সওজ অফিসে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশিত: ০০:৪৩, ৯ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে সওজ অফিসে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) অফিসে গত পাঁচ দিন ধরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহ্বানে শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়ে তিন ঘন্টা করে কর্মবিরতি, সমাবেশ ও বিক্ষোভ কমূসচী পালন করছে। ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করণসহ ৭ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে তারা সিদ্ধিরগঞ্জের শিমরাইল কার্যালয় অভ্যন্তরে এ কর্মসূচী পালন করছে। গত ৫ নবেম্বর থেকে এ কর্মসূচী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একই কর্মসূচী পালন করে। এ সময় নেতৃবৃন্দরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কমসূচী অব্যাহত থাকবে। সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারন সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার ও দপ্তর সম্পাদক মাসুদ আলম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ বলেন, ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করণ, কর্মচারীদের মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন করা, জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী মাস্টাররোল কর্মচারীদের দৈনিক মজুরী প্রদান, নিয়মিত কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদান, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাংগঠনিক কাঠামোর চুড়ান্ত অনুমোদন দেয়া, ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরীর বয়স ২ বছর বাড়ানো এবং বিনা পেনশনে ইতোমধ্যে ৬০ বছর পূর্ণ অথবা মৃত্যুবরণ করেছে তাদের অনুদানের ব্যবস্থা করা। তিনি আরও জানান, দাবি আদায় না হলে আমরা আগামী ১২ নবেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করব। এছাড়াও দাবি আদায়ের জন্য ১৯-২৩ নবেম্বর পর্যন্ত আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।
×