ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারপ্রাপ্তদের ভারে ভারাক্রান্ত খালিয়াজুরী উপজেলা প্রশাসন

প্রকাশিত: ২১:১৩, ৯ নভেম্বর ২০১৭

ভারপ্রাপ্তদের ভারে ভারাক্রান্ত খালিয়াজুরী উপজেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে একটি জমি খারিজের আবেদন করেছিলেন বিজয়পুর গ্রামের বিমলাল দাস। কিন্তু প্রায় ১১ মাসেও তিনি খারিজ পাননি। কর্মচারীরা জানিয়েছেন, এ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) না থাকায় তারা আবেদনটির নিষ্পত্তি করতে পারছেন না। একই রকম অনুযোগ আমানীপুর গ্রামের বাবুল মিয়া এবং খালিয়াজুরী সদর গ্রামের জীবন সরকারের। খারিজের জন্য প্রায় দেড় বছর যাবত ঘুরতে ঘুরতে বাবুল মিয়া এখন ক্লান্ত। আর জীবন সরকারের আবেদনটি ঝুলে আছে প্রায় ১১ মাস ধরে। শুধু ভূমি প্রশাসনই নয়, কর্মকর্তার অভাবে খালিয়াজুরি উপজেলা প্রশাসনের অধিকাংশ সরকারী দপ্তরে চলছে এমন অচলাবস্থা। বছরের পর বছর ধরে শূন্য পড়ে আছে বহু কর্মকর্তার পদ। ফলে বিভিন্ন ধরনের প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। শিকার হচ্ছেন নানা ভোগান্তির। এক কথায়, হাওড়দ্বীপ খ্যাত এ দুর্গম জনপদের প্রশাসনিক সেবা এখন ভারপ্রাপ্তদের ভারে ভারাক্রান্ত (!) হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলায় মোট ২২টি সরকারী দপ্তর আছে। এর মধ্যে ১৬টি দপ্তরের কর্মকর্তার পদ বর্তমানে শূন্য। এর মধ্যে কিছু কিছু পদ খালি পড়ে আছে যুগ যুগ ধরে। শূন্য পদগুলো হচ্ছে: সহকারী কমিশনার (ভূমি), হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক), উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), আনসার ভিডিপি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি), সাব রেজিষ্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এলজিইডির উপজেলা প্রকৌশলীর পদটি শূন্য হয় দীর্ঘ ২৩ বছর আগে। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন একজন সহকারী প্রকৌশলী। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি শূন্য ২১ বছর ধরে। একজন জুনিয়ন পরিসংখ্যান সহকারী দিয়ে চলছে ওই অফিসের কার্যক্রম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রেষণে অন্যত্র কাজ করছেন প্রায় ১০ বছর ধরে। এসব শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে জুনিয়র কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আবার কোনো কোনো পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন অন্যান্য উপজেলার কর্মকর্তাগণ। কর্মকর্তাদের অভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানাবিধ অসুবিধার কথা উল্লেখ করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, খালিয়াজুরী একটি দুর্গম হাওড় জনপদ। এখানে ভাল মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এছাড়া যাতায়াত এবং আবাসন সঙ্কটও প্রকট। এসব কারণে অনেক কর্মকর্তা এখানে এসে থাকতে চান না।
×