ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মারণাস্ত্র নিষিদ্ধকরণে মার্কিন ডেমোক্রেটদের নতুন বিল উত্থাপন

প্রকাশিত: ১৮:৫০, ৯ নভেম্বর ২০১৭

মারণাস্ত্র নিষিদ্ধকরণে মার্কিন ডেমোক্রেটদের নতুন বিল উত্থাপন

অনলাইন ডেস্ক ॥ দেশে ভয়াবহ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে মারণাস্ত্র নিষিদ্ধকরণের একটি সংশোধনী বিল বুধবার সিনেটে উত্থাপন করেছে মার্কিন ডেমোক্রেট দলের সদস্যরা। তবে বিলটি রিপাবলিকান দলের সদস্যদের কোনো সমর্থন পায়নি এবং সিনেট তাদের নিয়ন্ত্রণে থাকায় এই সংশোধনী পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। খবর এএফপি’র। সিনেটর দিয়ান ফিনস্টিন নতুন করে এ পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করেন। তিনি ১৯৯৪ সালে মারণাস্ত্র নিষিদ্ধকরণে মূল বিল উত্থাপন করে তা পাস করানোর ব্যাপারে সফলভাবে নেতৃত্ব দেন। নতুন এ সংশোধনীতে মারণাস্ত্র বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ডেমোক্রেট দলের অপর ২২ জন সদস্যের সঙ্গে নতুন করে এ বিল উত্থাপন করে ফিনস্টিন বলেন, ‘অতীতেও আমাদের রাস্তার বিভিন্ন দোকান থেকে যুদ্ধাস্ত্র তুলে নেয়ার নজির রয়েছে। আমাদের দেশে এসব মারাত্মক অস্ত্রের ব্যাপক সরবরাহ হ্রাসে এটি একটি দীর্ঘ মেয়াদি পদক্ষেপ হলেও আমরা কোনো কোনো এলাকা থেকে অস্ত্র প্রত্যাহার করে নেয়া শুরু করতে চাই।’ টেক্সাসের একটি চার্চে এক ব্যক্তির গুলিতে ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। এর মাত্র পাঁচ সপ্তাহ আগে লাস ভেগাসে একটি কনসার্টে অপর এক ব্যক্তির বেপরোয়া গুলি বর্ষণে ৫৮ জন নিহত ও ৫ শতাধিক লোক আহত হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এ হামলার ঘটনায় অস্ত্র হাতে পাওয়ার সহজলভ্যতাকে দায়ী করার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি মনে করেন যারা এ ধরণের হামলা চালায় তাদের মানসিক সমস্যা রয়েছে। সূত্র: এএফপি।
×