ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণ থেকে বলিউডে কৃতি খারবান্দা

প্রকাশিত: ০৭:১৮, ৯ নভেম্বর ২০১৭

দক্ষিণ থেকে বলিউডে কৃতি খারবান্দা

দক্ষিণী তামিল, তেলেগু, কানাড়া মালয়লাম সিনেমার অঙ্গন থেকে বলিউডে পা রাখার পর আজকাল অনেক নায়িকাই তেমনভাবে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। একটি দুটি সিনেমায় অভিনয়ের পর বলিউডে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কৃতি খারবান্দার বিচরণ দক্ষিণী চিত্রলোকে হলেও আজকাল বলিউডে তাকে ক্রমশ ব্যস্ত হয়ে উঠতে দেখা যাচ্ছে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার নতুন হিন্দী সিনেমা ‘শাদি মে জরুর আনা’। পারিবারিক পছন্দে বিয়ে করতে গিয়ে অনাকাক্সিক্ষত ঘটনায় ভেঙ্গে যায় তা, দুদিকে ছিটকে পড়ে এক জোড়া তরুণ-তরুণী। যে যার পথ ধরে ক্যারিয়ার গড়ে তুলতে সচেষ্ট হয়। ৫ বছর পর সেই তরুণ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে সেই তরুণীর কর্মক্ষেত্রে অনিয়ম দুর্নীতির তদন্তের দায়িত্ব লাভ করে। যাকে সে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ফিরে এসেছিল সেই মেয়েটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে নেমে অদ্ভুত টানাপোড়েনের মধ্যে পড়ে যায় তরুণ চৌকস পুলিশ কর্মকর্তা। রোমান্টিক ড্রামা ধাঁচের এ ছবিতে কৃতি খারবান্দা অভিনয় করেছেন এই সময়ের আলোচিত মেধাবী তরুণ অভিনেতা রাজকুমার রাওয়ের বিপরীতে। বলিউডে এর আগে দুটি সিনেমায় নায়িকা হয়েছেন দক্ষিণী সিনেমা ব্যস্ত এই নায়িকা। বিক্রমভাটের হরর ‘সিনেমা রাজ রিবুট’-এর মাধ্যমে বলিউডে তার অভিষেক। এরপর কমেডি সিনেমা ‘গেস্ট ইন লন্ডন’-এ তাকে গেছে চলতি বছরের শুরুর দিকে কৃতির ভাগ্য সুপ্রসন্ন হয়নি দুই সিনেমার ক্ষেত্রেই। বলিউডে পা রাখার পর তার যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার একটিও দর্শকপ্রিয়তা লাভ করতে পারেনি। ফলে অনেকটা আড়ালেই রয়ে গেছেন দক্ষিণী এই ব্যস্ত জনপ্রিয় নায়িকাটি। ২৭ এ পা রাখা কৃতি খারবান্দা এবার আসছেন তার তৃতীয় বলিউডি সিনেমা ‘শাদি মে জরুর আনা’য়। এ ছবিটি নিয়ে তার প্রত্যাশা একটু বেশি। ‘এবারই প্রথম আমি ভবিষ্যতের কথা একটুও না ভেবে সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এমন একটি ছবিতে অভিনয়ে, কারণ ছবিটির চিত্রনাট্য আমাকে আকৃষ্ট এবং মুগ্ধ করেছিল। আশা করি দর্শক আমার অভিনয়ে আলোড়িত হবেন, কথাগুলো কৃতির। দিল্লীর মেয়ে হলেও তিনি বড় হয়েছেন ব্যাঙ্গালুরুতে। স্কুল-কলেজ জীবনে সাংস্কৃতিক কর্মকা-ে তার বেশি ঝোঁক ছিল। এভাবেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ব্যাঙ্গালুরুর সবচেয়ে কাক্সিক্ষত নারী এবং ভারতের আবেদনময় আকর্ষণীয় নারীদের একজন হিসেবে বিবেচিত হয়েছেন তিনি ২০১৫ সালে সাধারণ মানুষের ভোটে। বিলবোর্ডে তার ছবি দেখে একজন এনআরআই চিত্র নির্মাতা কৃতিকে খুঁজে বের করেন এবং সিনেমায় নায়িকা হিসেবে ব্রেক দেন। ২০০৯ সালে তেলেগু সিনেমা ‘বনি’ মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়েছিল। গত আট বছরে ১৭টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন কৃতি। এর মাধ্যমে দক্ষিণী চিত্রালোকে তার একটি ভাল অবস্থান গড়ে উঠেছে। সম্প্রতি দক্ষিণী সিনেমার নায়িকাদের স্থলদেহ নিয়ে ‘বিগবস’ টিভি শোতে অভিনেত্রী হিনা খানের বিদ্রƒপাত্মক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন কৃতি খারবান্দা। তিনি বলেন, ‘বলিউডের অনেক নায়ক-নায়িকা অভিনীত চরিত্রের প্রয়োজনে দেহের ওজন বাড়ান এটা কি হিনার চোখে পড়ে না। দক্ষিণ সিনেমার নায়িকা তামান্নাহ সামান্থা রুথ প্রভু, রাকুল প্রীত, কাজল আগরওয়ালের মতো দুর্দান্ত ফিগার ক’জনের হয়?’ হলিউডে সুযোগ দেয়ার বিনিময়ে নায়িকাদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত চিত্র নির্মাতা হার্ভে ওয়েনস্টিনকে নিয়ে বিশ্বব্যাপী যখন হৈচৈ চলছে তার ঢেউ লেগেছে বলিউডেও। এ প্রসঙ্গে কৃতি খারবান্দা বলেন, ‘হার্ভে ওয়েনস্টিনের মতো মানুষ দুনিয়াজুড়ে আছে শোবিজ এবং কর্পোরেট জগতে যারা নিজের প্রভাব প্রতিপত্তির জোরে মেয়েদের দুর্বলতা এবং অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে। বলিউডেও এ রকম বহু ওয়েনস্টিন আছে তবে ভাল সুযোগ পেতে প্রভাবশালী পুরুষদের সঙ্গে বিছানায় যেতে হবে, তাদের মনোরঞ্জন করতে হবে এটা স্বতঃসিদ্ধ কোন নিয়ম নয়, শোবিজে সুযোগ পেতে আসা মেয়েদের বলব, নিজের মনোবল শক্ত রাখতে হবে, সহজেই ভেঙে পড়লে চলবে না, লোভী, লম্পট মানুষগুলোর কাছে আত্মসমর্পণ করলেই সাফল্য হাতের নাগালে আসবে না। নিজেকে যোগ্য হতে হবে, মেধার বিকাশ ঘটাতে হবে।’ দক্ষিণী সিনেমায় ব্যস্ততার পাশাপাশি বলিউডেও এখন কম ব্যস্ত নন। ‘শাদি মে জরুর আনা’ ছবিটি কৃতির বলিউড মিশনে ভিন্নমাত্রা যুক্ত করবে আশা করা যায়। বর্তমানে কানাড়া সিনেমা দলপতির শুটিং করছেন তিনি। এদিকে বলিউডে ‘কারওয়ান’ এবং ‘ইয়ামলা পাগরা দিওয়ানা ফিরমে’ ছবি দুটির কাজ শুরু হচ্ছে খুব শীঘ্রই।’ ইয়ামলা পাগলা দিওয়ানার সিক্যুয়ালে কৃতি অভিনয় করছেন এক গুবরাটি তরুণীর চরিত্রে। সব মিলিয়ে দক্ষিণী চিত্রালোকের পাশাপাশি বলিউডেও তার ক্যারিয়ার ক্রমেই জমে উঠছে। বড় ধরনের সাফল্যের প্রতীক্ষায় রয়েছেন কৃতি খারবান্দা।
×