ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাধিক চলচ্চিত্র উৎসবে বিচারক ফারুকী

প্রকাশিত: ০৭:১০, ৯ নভেম্বর ২০১৭

একাধিক চলচ্চিত্র উৎসবে বিচারক ফারুকী

স্টাফ রিপোর্টার ॥ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণেই প্রশংসা কুড়িয়েছেন তা নয়, যোগ্যতার বদৌলতে এবার একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্বও পেলেন তিনি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ বিভাগে জুরি সদস্য হয়েছেন তিনি। এছাড়া আরেকটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও বিচারক হিসেবে তিনি অংশ নেবেন। এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে উপস্থিত থাকার জন্য আজ কলকাতার উদ্দেশে রওয়ানা হব। এ উৎসব শেষে নেপালের কাঠমান্ডুর একা দেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও এবার আমি বিচারক হিসেবে অংশ নেব। কাঠমান্ডুর ওই উৎসবে জুরিপ্রধান হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। কলকাতার চলচ্চিত্র উৎসব নিয়ে ফারুকী আরও বলেন, আমি আনন্দিত এ্যাঞ্জেলি এ্যান্ড ইতালোর সঙ্গে জুরি হয়ে। কানজয়ী সিঙ্গাপুরিয়ান চলচ্চিত্র ইলো ইলো বা লাভ ডিয়াজের নর্তে যারা দেখেছেন তাদের এ্যাঞ্জেলিকে চেনার কথা। ইতালো রোমের এশিয়াটিকা ফেস্টিভ্যালের পরিচালক। আর বাংলাদেশ থেকে থাকছি আমি। কলকাতার এ চলচ্চিত্র উৎসব আগামীকাল শুরু হয়ে চলবে ১৭ নবেম্বর পর্যন্ত। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ডুব’ গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতের কলকাতায় একসঙ্গে মুক্তি পেয়েছে। এমনকি কলকাতায় চলচ্চিত্রটির মুক্তির আগের দিন এক বর্ণাঢ্য প্রিমিয়ারও হয়। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি বর্তমানে এ চলচ্চিত্রটি বিশ্বের আরও কয়েকটি দেশে প্রদর্শিত হচ্ছে। যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেনÑ ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী, পার্নো মিত্র প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। আর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।
×