ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গি হামলার আশঙ্কার তথ্য ভিত্তিহীন ॥ আইজিপি

প্রকাশিত: ০৩:৫৭, ৮ নভেম্বর ২০১৭

জঙ্গি হামলার আশঙ্কার তথ্য ভিত্তিহীন ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশে জঙ্গি হামলার কোন হুমকি বা আশঙ্কাও নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল ইসলাম। বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার পরিকল্পনার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। বুধবার সন্ধ্যায় রাজশাহীতে আরএমপির সদর দফতরে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। তিনি বলেন, গত ৩ নবেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য দেয়া হয়েছে তা ভিত্তিহীন। তাদের দুতাবাসে আমরা যোগাযোগ করেছি। এ নিয়ে তারা কোন তথ্য দিতে পারেনি। তাদের কাছে কোন গোয়েন্দা তথ্য নেয়। ওই দেশের নাগরিকরা নির্বিগ্নে চলা ফেরা করছে। তবে কিসের ভিত্তিতে তারা এ তথ্য দিয়েছে সেটি আমাদের জানা নেয় বলেন আইজিপি শহীদুল ইসলাম। ঢাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবজ্ঞিান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান নিখোঁজ হওয়ার পেছনে কোন জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না- এ বিষয়ে পুলিশের আইজি বলেন, বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। বিএনপির কোন কর্মসূচীতে বাধা দেয়া হয়না বলে অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমস্যা থাকলে না করার বা অন্য স্থানে করার পরামর্শ দেয়া হয়। বিএনপি সভা সমাবেশ করে যাচ্ছে বলেন আইজিপি। এর আগে আইজিপি শহীদুল ইসলাম আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। আরএমপির সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। মতবিনিময়কালে আরএমপি কমিশনার মাহাবুবর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×