ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান

প্রকাশিত: ০২:৫৩, ৮ নভেম্বর ২০১৭

মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি আরো চাপ দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্যের হাউস অব কমন্সের লেবার পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লুসি মারিয়া পাওয়েল। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকট নিয়ে যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন উদ্যোগ নেয়ার জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে মিয়ানমারের প্রতি আরো চাপ দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এসময় বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা সংকট সমধানে যুক্তরাজ্য সরকার, হাউজ অব কমন্স ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা ও সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন।
×