ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ করবে নৌবাহিনী

প্রকাশিত: ০২:০৮, ৮ নভেম্বর ২০১৭

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ করবে নৌবাহিনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিরসরাই অর্থনৈতিক অঞ্চল-২ এ উন্নয়নের জন্য মাটি ভরাট করতে হবে। এ কাজে পাউবি প্রতি ঘনমিটার মাটির ক্রয়মূল্য সর্বনিম্ন ৩১৮ দশমিক ১৪ টাকা এবং সর্বোচ্চ ৩৪০ দশমিক ৬৮ টাকা প্রস্তাব করেছে। এতে উন্নয়ন কাজের সর্বনিম্ন ব্যয় প্রায় ৩০৭ কোটি টাকা এবং সর্বোচ্চ ৩১৮ কোটি টাকা দাঁড়ায়। অপরদিকে প্রতি ঘনমিটার মাটির ক্রয়মূল্য ২২৩ দশমিক ২০ টাকার প্রস্তাব করেছে নৌবাহিনী। এতে ব্যয় দাঁড়ায় ২১৮ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ও সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ওই সভায় কমিটির অন্য সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান। জানা গেছে, নিয়মানুযায়ী সরকারি কেনাকাটায় পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুসরণ করতে হয়। তবে এক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ (পিপিএ) ধারা-৬৮ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ (পিপিআর)-এর বিধি-৭৬(২) অনুযায়ী জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা যায়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৮৩১ একর জমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। অঞ্চলটি সমুদ্রতীরবর্তী হওয়ায় ভূমির উচ্চতা সমুদ্র থেকে ৭ মিটারে উন্নীত করতে হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৫ মিটার ভরাটের কাজ প্রক্রিয়াধীন আছে। কিন্তু প্রকল্পের সংশোধিত ডিপিপিতে কোনো অর্থ বরাদ্দ না থাকায় বাকি উন্নয়ন কাজের ব্যয় বিশ্বব্যাংকের অর্থায়নে শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে এই অর্থনৈতিক অঞ্চলের বাকি উন্নয়ন কাজের ব্যয় বেজার নিজস্ব অর্থায়নে শেষ করার উদ্যোগ নেয়া হয়। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই উন্নয়ন কাজ প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে শেষ করতে সময়ের প্রয়োজন। কিন্তু আসন্ন শীত মৌসুম অর্থাৎ আগামী ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। অন্যথায় কাজ শেষ করার জন্য ২০১৯ সালের শীত মৌসুমের অপেক্ষায় থাকতে হবে।
×