ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুদলের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ৩০ জন

প্রকাশিত: ০২:০৫, ৮ নভেম্বর ২০১৭

মাগুরায় দুদলের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ৩০ জন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউপির আমুড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘষে ৪ মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২১ জনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাসাসী সুত্রে জানাযায়, মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে জামাল মেম্বার ও শওকত শরীফের দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র দুদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে শওকত শরীফের দলের কয়েকশত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামাল মেম্বার সমর্থক দলে উপর হামলা চালালে এই এই সংঘর্ষের ঘঁটনা ঘটে। ফলে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বদর মোলা , আশরাফ , মনাই শেখ, তোয়াক্কেল ,আক্কাস মোল্লা ,আশরাফ ,রাহাজউদ্দিন ,হারুন , হুমায়ুন , মিথুন ,জাহাঙ্গীর , আনহা , সায়েরা বেগম , ইসলাম , হারুন ,নাইমা , ইব্রাহিম , মহামিন ,নুর ইসলাম ,শহর আলী ,আফাজ , আবু জাফর সহ ২১ জনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবেক চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশ ঘটঁনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।
×