ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাসকিনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চিটাগং ভাইকিংসের জয়

প্রকাশিত: ০১:১৯, ৮ নভেম্বর ২০১৭

তাসকিনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চিটাগং ভাইকিংসের জয়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে শুরুতেই ঝড় তোলে শেষদিকে পথ হারিয়ে ফেলে হার নিয়ে মাঠ ছাড়ে চিটাগং ভাইকিংস। আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে দলটি দুর্দান্ত শুরুর পর রংপুরকে ১৬৭ রানের লক্ষ্য বেঁধে দেয়া চিটাগং । ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তাসকিনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে রংপুর রাইডার্সকে ১১ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে চিটাগং। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে তাসকিনের বোলিং তোপে পড়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে আটকে যায় রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দারুণ বোলিংয়ের পুরস্কারস্বরূপ ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তাসকিন। একটি দুর্দান্ত ওভারে রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে চিটাগংকে ম্যাচে ফেরান তাসকিন। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মাশরাফির দল। তাই অনুমিতভাবে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তিনি। ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে অসাধারণ এক ইয়র্কারে শাহরিয়ার নাফীসকে বোল্ড আউট করে রংপুরকে ধাক্কা দেন তাসকিন। পরের বলে সামিউল্লাহ সেনওয়ারিকে মিসবাহর হাতে ক্যাচ দিয়ে বাধ্য করেন তিনি। ওভারের শেষ বলে থিসারা পেরেরার শট বোলার তাসকিনের বুটে লেগে স্টাম্প ভেঙে দিলে ক্রিজে বাইরে থাকা নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান রবি বোপারা আউট হয়ে গেলে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তিন বলে তিন উইকেট হারানো রংপুর। ১৫তম ওভারে আক্রমণে এসে চিটাগংয়ের মুখে ফের হাসি ফোটান তাসকিন। ওভারের শেষ বলে থিসারা পেরেরা বিগ শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে তানভির হায়দারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
×