ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ের জন্য ১৬৭ প্রয়োজন রংপুরের

প্রকাশিত: ২২:৪৮, ৮ নভেম্বর ২০১৭

জয়ের জন্য ১৬৭ প্রয়োজন রংপুরের

অনলাইন রিপোর্টার ॥ বিপিএলের পঞ্চম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ১৬৭ রান চাই টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্সের। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলেছে চিটাগং ভাইকিংস। বল হাতে ২টি উইকেট নিয়েছেন রংপুরের রবি বোপারা আর ১টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি এবং থিসারা পেরেরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং ভাইকিংস। সৌম্য সরকারকে ব্যাটিং তাণ্ডবে ছাড়িয়ে যান লুক রনচি। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে সৌম্য সরকার (৭) জিয়াউর রহমানের তালুবন্দী হলে। দ্বিতীয় সাফল্যেও ভূমিকা আছে জিয়াউরের। সৌম্যর বিদায়ের পর আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছিলেন রনচি। শেষ পর্যন্তে রবি বোপারার বলে ৩৫ ৭ চার এবং ৭ ছক্কায় গড়া রনচির ৭৮ রানের ইনিংসটি শেষ হয়ে জিয়াউরের তালুবন্দী হয়ে। রনচির বিদায়ের পর একটু ব্যাকফুটে চলে যায় চিটাগং। ২০ রান করা মুনারাবিরাকে বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন বোপারা। ইনিংসের ১৬তম ওভারে থিসারা পেরেরার বলে লুইস রেইসের (১০) ক্যাচ সীমানার ওপর দাঁড়িয়ে অপূর্ব দক্ষতায় তালুবন্দী করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস।
×