ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদিতে গৃহবন্দি ইয়েমেনের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৮:৪৬, ৮ নভেম্বর ২০১৭

সৌদিতে গৃহবন্দি ইয়েমেনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে গৃহবন্দি করেছে সৌদি আরব। তার সঙ্গে আছেন তার কয়েকজন পুত্র, মন্ত্রী ও সামরিক কর্মকর্তারা। দেশটির আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হাদি’র দ্বন্দ্ব তৈরি হওয়ার পর এই ব্যবস্থা নেয় সৌদি সরকার। ইয়েমেনে সৌদি আরবের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত হাদি। গত ফেব্রুয়ারিতে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের আক্রমণের মুখে মিত্র দেশ সৌদি আরবে পালান তিনি। তার সমর্থনে হুতিদের ওপর সামরিক হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে জোটের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। সেই দেশটির সঙ্গে দ্বন্দ্বে এবার তাই হাদিকেও গৃহবন্দিত্বের মুখোমুখি হতে হলো। আল জাজিরা।
×