ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোবরাসে অধিনায়ক ডুমিনি

প্রকাশিত: ১৮:২১, ৮ নভেম্বর ২০১৭

কোবরাসে অধিনায়ক ডুমিনি

অনলাইন ডেস্ক ॥ রাম স্লাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জে কেপ কোবরাসে অধিনায়ক হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। গত কয়েক মাসে কোবরাসের অধিনায়ক ছিলেন ডেন পিয়েট। তবে দলটির কোচ অ্যাশওয়েল প্রিন্স অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডুমিনিকে পছন্দ করেছেন। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডুমিনি। ডুমিনিকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে কোচ প্রিন্স বলেন, ‘আমি বাড়িয়ে কিছু বলতে চাই না। সীমিত ওভারে জেপি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল একজন ব্যাটসম্যান। এমন কি সে টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান।’ ২০১৭ সালের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডুমিনি। মূলত সীমিত ওভারের খেলায় মনযোগ দিতেই লঙ্গার ভার্সন থেকে সরে দাঁড়ান তিনি। এবার সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলার প্রত্যাশা রয়েছে প্রোটিয়া এ অলরাউন্ডারেরর। কেপ কোবরাসে হাসিম আমলা, টেম্বা বাভুমা, ভারনন ফিল্যান্ডার এবং ডেন পিটারসেনের মতো প্রতিভাবান ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন ডুমিনি। শুক্রবার এই টুর্নামেন্ট শুরু হবে। পোর্ট এলিজাবেথে শুরুর ম্যাচে ওয়ারিয়র্স ও নাইট মুখোমুখি হবে।
×