ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উড়েও ফিরে এল ট্রাম্পের হেলিকপ্টার

প্রকাশিত: ১৭:৫৮, ৮ নভেম্বর ২০১৭

উড়েও ফিরে এল ট্রাম্পের হেলিকপ্টার

অনলাইন ডেস্ক ॥ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অমীমাংসিত সীমান্ত ‘অসামরিক অঞ্চল’ (ডিমিলিটারাইজড জোন) পরিদর্শনের উদ্দেশ্য হেলিকপ্টার নিয়ে উড়াল দিলেও শেষ পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। দক্ষিণ কোরিয়ায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু ঘন কুয়াশার কারণে তাকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করেনি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সিউলের দক্ষিণে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে ট্রাম্পকে নিয়ে উড়াল দেয় একটি সামরিক হেলিকপ্টার। কিন্তু ফিরে আসতে বাধ্য হয়। দুই দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার ট্রাম্প উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আসার এবং পরমাণু কার্যক্রম ত্যাগ করার আহ্বান জানান। এর আগেও তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। আবার দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন। তার হুমকির পর পিয়ংইয়ং বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়ার পাঁচ দেশ সফরের শুরুতে জাপানে পৌঁছান। সেখানেও তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে উত্তপ্ত বাক্য ছুঁড়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে তিনি চীন যাবেন। চীনেও উত্তর কোরিয়া ইস্যুতে গুরুত্ব দেবেন তিনি। এরপর যাবেন ভিয়েতনাম ও ফিলিপাইনে। এ দুই দেশে দুটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, কুয়াশার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে নামতে পারেননি। এ কারণে প্রেসিডেন্ট হতাশ হয়ে পড়েন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে অসামরিক অঞ্চলে যোগা দেওয়ার কথা ছিল ট্রাম্পের। মুন জে-ইন সেখানে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি ট্রাম্পের হেলিকপ্টার। তবে সফর শুরুর ঠিক আগে হোয়াইট হাউস জানিয়েছিল, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চল পরির্দশনে যাবেন না ট্রাম্প। কিন্তু দক্ষিণ কোরিয়া সফরে আসার পর আকস্মিক উদ্যোগ নেন তিনি, তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি। বুধবার সকালেই ট্রাম্পের সফরসঙ্গী হয়ে আসা মার্কিন সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টদের অনেকেই অসামরিক অঞ্চল পরিদর্শন করেছেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
×