ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রকাশ্যে ধূমপান ও ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় জরিমানা

প্রকাশিত: ০৩:০৪, ৭ নভেম্বর ২০১৭

গাজীপুরে প্রকাশ্যে ধূমপান ও ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের প্রকাশ্যে ধূমপান করায় এবং ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করার দায়ে ধূমপায়ী ও ব্যবসায়ীসহ ৮জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা ফারহানা মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম জানান, গাজীপুর শহরে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা ফারহানা। এসময় আদালত সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে চারজনকে ৩শ’ টাকা করে ১ হাজার ২শ’ টাকা এবং একজনকে ৫০ টাকাসহ ওই পাঁচ ধূমপায়ীকে মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের জোড় পুকুর এলাকায় অভিযান চালিয়ে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় স্থানীয় লাবনী জেনারেল স্টোর, শাহ আলম জেনারেল স্টোর ও মিঠু স্টোরের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে।
×