ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সম্রাট জাহাঙ্গীরের ৩৯০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সেমিনার

প্রকাশিত: ০২:৪৫, ৭ নভেম্বর ২০১৭

সম্রাট জাহাঙ্গীরের ৩৯০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ মোগল সম্রাট জাহাঙ্গীরের ৩৯০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাহাঙ্গীর সার্কেল-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর সার্কেল-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সম্রাট জাহাঙ্গীরের পরিচিতি পাঠ করেন জাহাঙ্গীর সার্কেল-এর কার্যকরী সদস্য জাহাঙ্গীর কবির। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিল মিঞা। সভাপতিত্ব করেন জাহাঙ্গীর সার্কেল-এর কার্যকরী কমিটির সদস্য, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক, গবেষক অধ্যাপক ড. আয়শা বেগম; কূটনীতিক, প্রাবন্ধিক ড. মুহাম্মাদ সিদ্দিক; সার্বভৌমকবি, লেখক মহসিন হোসাইন; নজরুল-ভাবুক, সাংবাদিক এইচ এম সিরাজ এবং গবেষক, প্রাবন্ধিক নাসির হেলাল। উল্লেখ্য, নামের আদ্য, মধ্য ও প্রান্তে জাহাঙ্গীর’দের ব্যতিক্রমী উদ্যোগ জাহাঙ্গীর সার্কেল।
×