ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২৪ লাখ টাকা স্বর্নের বারসহ যাত্রী আটক

প্রকাশিত: ০০:৪৮, ৭ নভেম্বর ২০১৭

শাহজালালে ২৪ লাখ টাকা স্বর্নের বারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ লাখ টাকা সমমূল্যের ৪৬৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় মোঃ আব্দুল মান্নান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ওই যাত্রী জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ওই যাত্রী মঙ্গলবার দুপুরে বিজি-০১২২ নম্বর ফ্লাইটে চট্রগ্রাম থেকে ঢাকায় আসেন। ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পর তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর তার পরিহিত জুতার সোলের নিচ থেকে ৪৬৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। মইনুল জানান, ওই ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে। এ ঘটনায় যাত্রী আব্দুল মান্নানের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে।
×