ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় প্রশাসনের মাদক বিরোধী অভিযান

প্রকাশিত: ০০:৪৮, ৭ নভেম্বর ২০১৭

নওগাঁয় প্রশাসনের মাদক বিরোধী অভিযান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে পত্মীতলা উপজেলায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১১টায় পত্মীতলা উপজেলার পাটিচরা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। এসময় বিপুল পরিমান মাদকদ্রব্য ও মাদক তৈরীর উপকরণ ধ্বংস করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার পাটিচরা (পশ্চিমপাড়া) গ্রামের মঙ্গল মুরমুর ছেলে কোমল মুরমু (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মার্ডির মেয়ে মিনতি মার্ডি (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান, পত্মীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, বিজিবির সদস্যর উপস্থিতিতে পত্মীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ভ্রাম্যমান অদালতের মাধ্যমে আটককৃত ২জন কে ৭দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া অভিযানের সময় একই এলাকার পলাতক মাদক ব্যবসায়ী মনিকা মার্ডি (২৮) ও সুনিল (৩০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাদী হয়ে পত্মীতলা থানায় মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান জানান এই অভিযান ৩০ নবেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
×