ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বড় ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন

প্রকাশিত: ০০:৪৭, ৭ নভেম্বর ২০১৭

নওগাঁয় বড় ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় সহোদর বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোঃ মজিবুর রহমান এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আইজুল হক (৫০) জেলার পত্মীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের আইজ উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০১ সালের ২ সেপ্টেম্বর সকালে সিরাজুলের সঙ্গে তাঁর নিজ ছোট ভাই আইজুলের কথা কাটাকাটির এক পর্যায়ে আইজুল লাঠি দ্বারা বড় ভাই সিরাজুলের মাথায় আঘাত করে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সিরাজুল। এ ঘটনায় সিরাজুলের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে পত্মীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে একইদিন মাদক ব্যবসার অপরাধে আমির আলী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে রায় দেন আদালত। আদালত সূত্রে জানা যায় দ-প্রাপ্ত আসামি আমির আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতলী আদর্শ গ্রামের বাশির আলীর ছেলে। বিগত ২০১২ সালের ১০ অক্টোবর নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে নওগাঁ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইদুর রহমান তাকে আটক করেন। এ সময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশী করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই দিন আমির আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলী মোজাহার আলী এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন সিরাজুল ইসলাম।
×