ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু জিহাদের মৃত্যু ॥ ক্ষতিপূরণের রায় চেম্বারেও বহাল

প্রকাশিত: ০০:৪৬, ৭ নভেম্বর ২০১৭

শিশু জিহাদের মৃত্যু ॥ ক্ষতিপূরণের রায় চেম্বারেও বহাল

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বারজজ আদালত। একই সঙ্গে, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রপক্ষের রায় স্থগিতের আবেদন আগামী ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আদালত।এর ফলে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মো. আব্দুল হালিম। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ফায়ার সার্ভিসের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আদালতে ফায়ারসার্ভিস ও রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জে আই খান পান্না ও ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
×