ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে ২২ প্রতিষ্ঠানের নামকরণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে

প্রকাশিত: ০০:৪৩, ৭ নভেম্বর ২০১৭

জামালপুরে ২২ প্রতিষ্ঠানের নামকরণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ২২টি প্রতিষ্ঠানের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার সিন্ধান্ত গৃহীত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসকের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ প্রস্তাব করলে সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ওয়াকিল, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী ও গৌরীপুর কাচারী এলাকায় সদ্য শুরু হওয়া কালচারাল ভিলেজের নাম শেখ হাসিনা কালচারাল ভিলেজ, জামালপুর, মেলান্দহ-ডিগ্রিরচর সড়কের ডেফলা বহ্মপুত্র সেতুর নাম ক্যাপ্টেন শেখ জামাল সেতু, জামালপুর শহরের বজরাপুরে হাইটেক পার্কটির নাম প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয় হাইকেট পার্ক, জামালপুর বিসিক সংলগ্ন থেকে দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের নাম প্রবীণ রাজনীতিবিদ হায়দর আলী মল্লিক সড়ক, জামালপুর ফেরিঘাট থেকে ব্রহ্মপুত্রপাড়ের বাইপাস সড়কের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন জামালপুরের প্রথম আলবদর ও পাকসেনাদের নির্যাতনে নিহত শহীদ নূরুল আমিন সড়ক, মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ীতে সদ্য নির্মিত পলিটেকনিক্যাল ট্রেনিং ইস্টিটিউটের নাম সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা পলিটেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, জামালপুর শহরের জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে রেলগেটের ফ্লাইওভারটির নাম প্রবীণ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান তালুকদার ফ্লাইওভার, সরিষাবাড়ী উপজেলার বাউসী সেতু মোড়ের নাম মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রবীণ রাজনীতবিদ হামিদ মোক্তার চত্ত্বর, মাদারগঞ্জ-জামালপুর সড়কের রশিদপুর সেতুর নাম শহীদ মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কবীর বীর বিক্রম সেতু, একই রাস্তার ডাংধরা সেতুর নাম বিশিষ্ট সুরকার ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু সেতু, মেলান্দহ উপজেলার টগারচর-তেতুলিয়া সড়কের ঝিনাই সেতুর নাম বীর মুক্তিযোদ্ধা মফিকুল ইসলাম বাবলু সেতু এবং জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুর নাম শহীদ সমর সেতু নামকরণসহ ২২ প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত হয়েছে। সভায় জামালপুর জেলার উন্নয়ন, শহরের যানজট নিরসন ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর জেলার উন্নয়ন নিয়ে তার সকল পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পিছিয়ে থাকা জামালপুর জেলাকে একটি মডেল জেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে জামালপুরে অর্থনৈতিক জোন, পাওয়ার প্লান্ট, তিনটি বাইপাস সড়ক, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কালচারাল ভিলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ শুরু হয়েছে। আরও বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী মির্জা আজম আরও বলেন, আপনারা সরকারি কর্মকর্তাসহ সবাই যদি আন্তরিক হই আমরা সফল হবোই। তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আগামী বছরের জুন মাসের মধ্যেই শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।
×