ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:২৩, ৭ নভেম্বর ২০১৭

আড়াইহাজারে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ঢাকা ওয়াসার ঢাকা এনভায়রন মেন্টালী সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থরা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তৌহিদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আজিজুল হক, সিরাজুল ইসলাম মাষ্টার, হাজী হুমায়ুন কবীর ও আবু তাহের মোল্লা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কামালদী, তিললন্ডী, কাহান্দী, হাজী শাহদী, ডেবারকুব, রানিদী, আতাবদী মৌজায় ৩৮ দশমিক ১৫ একর জমি ঢাকা ওয়াসা অধিগ্রহণ করে। এ মৌজায় অধিগ্রহণকৃত জমিতে ৮শ’ থেকে এক হাজার নিম্ন আয়ের পরিবার বসবাস করেন। সরকার অধিগ্রহণকৃত জমির তিন গুণ ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিলেও জেলা প্রশাসকের এল এ শাখা থেকে ক্ষতিগ্রস্থদের মাত্র দেড় গুণ দেয়ার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্থদের যদি তিন গুণ হারে ন্যায্য মূল্য দেয়া হয় তাহলে নিম্ন আয়ের এই পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে। তারা বলেন, ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকার অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ তিন গুণ হারে প্রদান করা হয়েছে। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনগুণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান ক্ষতিগ্রস্থরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
×