ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলা জেলেদের চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০০:২২, ৭ নভেম্বর ২০১৭

ভোলা জেলেদের চাল বিতরণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় মা ইলিশ রক্ষার অভিযানের সময়ের জেলেদের নামে বরাদ্ধকৃত চাল এখনো যথাযথ ভাবে বিতরন হচ্ছে না। অভিযান শেষ হওয়ার ১৬ দিন পর আজ মঙ্গলবার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের জেলেদের ওই চাল বিতরন করতে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারা চাল কম দিচ্ছে। এমনকি চাল পেতে ২০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও প্রকৃত জেলেদের বদলে ভূয়া জেলেদেরকে চাল দেওয়া হওয়ায় সাধারন জেলেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনেক জেলে চাল না পেয়ে খালি হাতে ফিরে যান। বর্তমানে ভিজিএফএর চাল নিয়ে তজুমদ্দিনের জেলেদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী পুরুষ চাল নেয়ার জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বস্তায় করে চাল নিয়ে বাড়ি যাচ্ছেন। এসময় দালাল কান্দি গ্রামের তাছনুর জানান,তার স্বামী এক জন জেলে। তার স্বামীর নামের চাল উত্তোলনের জনৗ সকাল ৯ টা থেকে এসে বসে রয়েছেন। কিন্তু এখনো চাল পায়নি। লাভলু মাঝি জানান,তারা নদীতে মাছ ধরে কিন্তু যারা জেলে না তাদেরকে চাল দেওয়া হচ্ছে। ৫ নং ওয়ার্ডের জেলে আরি জানান, ২০ কেজি করে চাল দেওয়ার কথা শুনেছি। কিন্তু এখানে এসে দেখি ১০ থেকে ১৩ কেজির বেশী দেয়না। আবার তাও অনেকে পায়না। এ ব্যাপারে তজুমদ্দিন মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, তজুমদ্দিন উপজেলায় ৫ হাজার ৩১০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯ শত জেলের নামে ২০ কেজি করে চাল বরাদ্ধ এসেছে। সরকারি নিয়ম রয়েছে,জেলেদের ২০ কেজি করে দিতে হবে। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান,তার এলাকায় নিবন্ধকৃত জেলেদের চাইতেও কম জেলের নামে চাল বরাদ্ধ হয়। তাই তারা ইউএনওকে মৌখিক ভাবে জানিয়ে, পরিষদের সদস্যরা সকল জেলেদেরকে ১৩ কেজি করে চাল দেওয়ার সিদ্বান্ত হয়। তবে আজ কিছু জেলেদেরকে চাল কম দেওয়ার কথা স্বীকার করেন। এছাড়া তারা আগামীকাল সভা করে যাচাই বাছাই করে জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন,তার চেখের সমস্যার জন্য ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ইউপি সদস্য মো. তৈয়বুর রহমান দায়িত্বে রয়েছেন। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, কোনো জেলের কাছে টাকা নেওয়া হয়নি। এটা মিথ্যা অভিযোগ। তিনি আরও বলেন, গুদামে বিলম্বে চাল আসার কারণে ৬নভেম্বর চাল বিলম্বে বিতরণ শুরু হয়েছে। তজুমদ্দিন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা শৈলেন দে সাংবাদিকদের জানান,গত ১২অক্টোবর মন্ত্রণালয় থেকে চাল বিতরণের চিঠি আসলেও ডিও (ছাড়পত্র) হয়েছে ২৬অক্টোবর। চাঁদপুর ইউনিয়নের জেলেদের চাল ৩১ অক্টোবর ৩৬মেট্রিক টন উত্তোলণ করেছে। বাকী ৪৪ মেট্রিক টন চাল এখনও তোলেননি। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, ১ অক্টোবর থেকে ২২অক্টোবর ২২দিন ছিল মা-ইলিশের প্রজনন মৌসুম। এ সময় নদীতে মাছ ধরা, বহন, ক্রয়-বিক্রয় মজুদ নিষিদ্ধ ছিল। সরকার এ সময় বেকার জেলেদের জন্য ২০কেজি করে চাল বরাদ্দ করে। সরকারের নীতিমালা হতদরিদ্র জেলেদের জন প্রতি ২০কেজি করে চাল বিতরন হচ্ছে। যদি কেউ কম দেয় তা হলে অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
×