ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবির অধীনে কামিল পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০০:১৯, ৭ নভেম্বর ২০১৭

ইবির অধীনে কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু কামিল পরীক্ষার ফল ভিসি অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারীর কাছে হস্তান্তর করেন। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল ১ম পর্বে ( অনিয়মিত ) ৮২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৩ জন এবং কামিল ২য় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
×