ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অগ্নিদগ্ধে মায়ের মৃত্যু মেয়ে গুরুতর আহত

প্রকাশিত: ২৩:৪৬, ৭ নভেম্বর ২০১৭

বাঁশখালীতে অগ্নিদগ্ধে মায়ের মৃত্যু মেয়ে গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এসময় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে হামিদা আক্তার (২৯) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তাছাড়া নিহতের মেয়ে সাইমা আক্তার (১২) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল গভীর রাতে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় বাঁশখালী থানা পুলিশ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অগ্নিকান্ডে ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে মা নিহত ও মেয়ে আহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের মোঃ তৈয়বুল্লাহর বাড়িতে সোমবার রাত ১টার দিকে রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তাছাড়া রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হতেও গ্যাস নির্গত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যে ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পার্শবর্তী আবদুল মন্নানের বাড়িও পুড়ে যায়। অগ্নিকান্ডে তৈয়বুল্লার স্ত্রী হামিদা আক্তার দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তাছাড়া তার মেয়ে সাইমা আক্তার দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা ও থানা অফিসার ইনচার্স (ওসি) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×