ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২৩:৪৪, ৭ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলায় আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা কৃষি কর্মকর্তা রিজওয়ানুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, অধ্যক্ষ গোলাম মোস্তফা, আব্দুল লতিফ বিশ্বাস, মাসুদ আলম টিপু, নূরুল আমিন খান পাঠান শওকত প্রমুখ।
×