ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বাঘায় মদের ভাটিতে হানা, কারাদন্ড ৩

প্রকাশিত: ২৩:৩৯, ৭ নভেম্বর ২০১৭

রাজশাহীর বাঘায় মদের ভাটিতে হানা, কারাদন্ড ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় চোলাইমদ তৈরির কারখানায় হানা দিয়ে ২০ হাজার লিটার মদ ধ্বংস করছে র্যা ব। এসময় তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে সাজা দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে র্যা ব একটি দল মঙ্গলবার ভোরে উপজেলার আড়ানী নূরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে। মদের কারখানা থেকে গ্রেফতারের পর সাজাপ্রাপ্তরা হলো, শামিম, সান্টু ও শহিদ। এরা দীর্ঘদিন ধরে গোপনে বাড়ির আঙিনায় চোলাইমদ তৈরি করে বাজারজাত করে আসছিলো। এসময় তাদের কারখানা থেকে উদ্ধার ২০ হাজার লিটার চোলাইমদও ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্মা শাহীন রেজা। র্যা ব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যজিষ্ট্রেট ও রাজশাহী র্যা ক মেজর এএম আশরাফুল ইসলাম যৌথভাবে একাধিক চোলাইমদ তৈরীর কারখানায় অভিযান চালান। অভিযানে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। এর আগে অভিযান চালিয়ে একাধিক কারখানা থেকে প্রায় ২০ হাজার লিটার চোলাইমদ ধবংস করা হয়। এছাড়া মদ তৈরীর বিভিন্ন উপকরনও জনসম্মুখে ধ্বংস করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলার আড়ানী রেল স্টেশনের পাশেই নুরনগর গ্রাম। সেই গ্রামের প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে একাধিক চোলাইমদে ভাটি। এসব ভাটি থেকে প্রতিদিন ট্রেন যোগে চোলাইমদ চলে যায় শহরে। মাঝে মধ্যে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব কারখানা গুড়িয়ে দিলেও পরেই আবারও গড়ে তোলা হয়। স্থানীয়দের তথ্যমতে শুধু আড়ানী এলাকার ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ এখন চোলাই মদে আসক্ত হয়ে পড়েছে। প্রতিদিন ওই গ্রামগুলোতে চোলাই মদপানের জন্য ছুটে আসে মানুষ। এছাড়া প্রতিদিন রাজশাহী, ঢাকা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও খুলনাসহ বিভিন্ন রুটের ট্রেনে পলিপ্যাক, এনার্জি ড্রিঙ্কের বোতলে, ও জারকিনে করে এসব মদ নিয়ে যাওয়া হয়। এসব মদপান করে মৃত্যুর মুখেও ধাবিত হচ্ছে মাদকাসক্তরা। গত ৭ বছরে এ অঞ্চলে ২১ জনের মৃত্যু হয়েছে শুধু অতিরিক্ত চোলাইমদ পানে।
×