ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত স্বর্ণালীর চিকিৎসা শুরু

প্রকাশিত: ২৩:৩৭, ৭ নভেম্বর ২০১৭

বিরল রোগে আক্রান্ত স্বর্ণালীর চিকিৎসা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উন্নত চিকিৎসার জন্য ‘মুক্তামণি’র মতো বিরল রোগে আক্রান্ত রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেকাটাপাড়া গ্রামের শিশু স্বর্ণালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর সিভিল সার্জনের তত্বাবধানে মঙ্গলবার দুপুরে স্বর্ণালীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এখন সে রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে চিকিৎসাধিন। চিকিৎসকরা জানিয়েছেন প্রাথমিক অবস্থায় তার সবরকম পরীক্ষা-নীরিক্ষা করা হবে। এরপর তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নত চিকিৎসার জন্য স্বর্ণালীকে ঢাকাতেও স্থানান্তর করা হতে পারে। তার হাতে যে রোগের লক্ষণ তা মুক্তামণির মতো কিনা তাও মিলিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মুক্তামণির হাতের যে রোগ স্বর্ণালীর হাতেও একই রোগের লক্ষণ মিলেছে বলে জানা গেছে। এদিকে সিভিল সার্জনের পক্ষে এ নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। এ টিমের সদস্যরা প্রাথমিক অবস্থায় স্বর্ণালীর খোজ-খবর নিবেন এবং চিকিৎসার তত্বাবধান করবেন। এরআগে সকালে স্বর্ণালীকে নিয়ে আসা হয় রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে। সেখানে সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার শাহা ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসক প্রাথমিকভাবে স্বর্নালীর হাতের রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এসব বিষয়ে তার বাবা-মায়ের কাছ থেকেও সব খোঁজ খবর নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। গত সোমবার স্বর্ণালীকে নিয়ে প্রথম দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে খোজ-খবর শুরু করে স্বাস্থ্য বিভাগ। এরপর সিভিল সার্জনের উদ্যোগে মঙ্গলবার স্বর্ণালীকে নিয়ে আসা হয় সিভিল সার্জণের কার্যালয়ে। সেখান থেকে ভর্তি করে দেয়া হয় রামেক হাসপাতালে। রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার শাহা জানান, স্বর্ণালীর হাতের সব ধরনের চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে রাজশাহীতে নিয়ে এসে পরীক্ষা-নিরিক্ষা শুরু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন। তাদের পরামর্শক্রমে যদি সম্ভব হয় তাহলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার চিকিৎসা চলবে। যদি আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ঢাকায় পাঠানো হবে। মুক্তামণিকে যেভাবে চিকিৎসা দেয়া হচ্ছে স্বর্ণালীকেও প্রয়োজনে সেভাবে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা হবে। তার সুস্থ্য হওয়ার জন্য যা যা প্রয়োজন স্বাস্থ্য বিভাগ তা করবে বলেও জানান, রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার শাহা। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, স্বর্ণালীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, স্বর্ণালীকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে। এখন তার চিকিৎসা প্রাথমিক অবস্থায় রয়েছে। নীরিক্ষার আগে ডিটেইলস বলা ঠিক হবে না বলেও জানান এই চিকিৎসক। এদিকে স্বর্ণালীর চিকিৎসা শুরু হওয়ায় হাসির রেখা উঁকি দিয়েছে স্বর্ণালীর বাবা কলেজ পিওন আবদুল মান্নান ও মা রুমা বেগমের মুখে। তারা সবার দোয়া ও সহযোগীতা চেয়েছেন। স্বার্ণালীর বাবা আব্দুল মান্নান জানান, তারা শুরু থেকেই আস্থা হারিয়ে ফেলেছিলেন। এ রোগ ভালো হবে না ভেবে কোনো চিকিৎসাও করানোর চেস্টা করেন নি। একবার চিকিৎকের কাছে নিয়ে আসা হলেও টাকার চাহিদা কুলাতে না পেলে থেমে যান। তবে এ নিয়ে প্রথমে জনকণ্ঠ ও পর অন্যান্য গণমাধ্যমে খবর প্রকাশের পর তার মেয়ের চিকিৎসা হবে- এ আশায় তিনি এখন অনেকটা আস্থা খুজে ও মনে সাহস পেয়েছেন বলে জানান। প্রসঙ্গত, জন্মের সময় ছোট কালো দাগ থেকে স্বর্ণালীর পুরো হাতেই ছড়িয়ে পড়েছে বিরল এ রোগ। এ নিয়ে চরম বেকায়দায় পড়েন স্বর্ণালীর বাবা-মা। স্বর্ণালীর বয়স এখন ১২ বছর। স্থানীয় নোনামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সে। তার বাবা আবদুল মান্নান দুর্গাপুরের দাওকান্দি কলেজের পিওন ও মা রুমা বেগম গৃহীনি। স্বর্ণালীর ডান হাতে জন্মের পর থেকে কালো দাগ থেকে এ রোগের উৎপত্তি। স্বর্ণালীর মা রুমা বেগম জানান, মেয়ে যত বড় হচ্ছে তত বাড়ছে রোগের পরিধি। এ নিয়ে তারা চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, মুক্তামণির চিকিৎসা যেভাবে হয়েছে, তার মেয়ে স্বর্ণালীর চিকিৎসাও সেভাবে হবে। প্রয়োজন শুধু সহায়তা। এজন্য তিনি সরকারের পাশাপাশি বিত্তবাণদের এগিয়ে আসার অনুরোধ করেছেন।
×