ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩০, ৭ নভেম্বর ২০১৭

শেরপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ইঁদুর ছোট প্রাণি হলেও এর ক্ষতির ব্যাপকতা অনেক। কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইঁদুর নষ্ট করে। প্রতিবছর বাংলাদেশে প্রায় ১২ লাখ টন খাদ্য-শস্য নষ্ট হয় ইঁদুরের আক্রমণে। বাংলাদেশে ইঁদুর প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট করে তা দিয়ে ৫০/৫৪ লাখ লোকের খাবারের সংস্থান করা সম্ভব। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারাদেশে ইঁদুর নিধন অভিযান পরিচালনা করছে। ‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল ঘরে তুলি’- এ শ্লোগানে আজ মঙ্গলবার দুপুরে শেরপুর খামারবাড়ী মিলনায়তনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, এটিআই অধ্যক্ষ ড. মো. আহসান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×