ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশের ছোয়া প্রশাসনেও

প্রকাশিত: ২৩:২৫, ৭ নভেম্বর ২০১৭

ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশের ছোয়া প্রশাসনেও

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ডিজিটাল বাংলাদেশের ছোয়া লেগেছে প্রশাসনেও। ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক এর সভাপতিত্বে ষ্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার ৩ টি উপজেলা পর্যায় কর্মচারীদের সাথে জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময় এই মিটিং করেছেন। মিটিংএ পেনডিং পত্রের তালিকা পর্যালোচনা, ই-ফাইলিং কার্যক্রমের অগ্রগতি, শুদ্ধাচার ও নৈতিকতা সংক্রান্ত, জেলা ও উপজেলা ওয়েব পোর্টাল হালনাগাদ করন। জেলা প্রশাসকের ৩ বছরের কর্ম পরিকল্পনা মুল্যায়ন, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অগ্রগতি বিষয়ক আলোচনা হয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মানিক হার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ছাইদুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন সহ জেলা প্রশাসনের সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×