ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

প্রকাশিত: ২২:০০, ৭ নভেম্বর ২০১৭

ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবুর আলী সেখের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে বনবাড়িয়া বাজারে ইউপি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে এলাকার হাজারো নারী-পুরুষ এই মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃস্টি হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। মানব বন্ধন শেষে ইউপি অফিসে সবুর আলীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে সবুর আলীর বৃদ্ধ মা সুফিয়া খাতুন তাঁর ছেলের উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর গোটা পরিবারই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে তাঁর পরিবারের নিরাপত্তা দাবী করেছেন। গুরুতর আহত সবুর সেখ বলেছেন-তিনি ঘটনার সাথে জড়িত ১২ জনকে আসামী করে মামরা করেছিলেন। তারা এখন জামিন নিয়ে আবারও হত্যার হুমকি দিচ্ছে। হত্যাকারীরা তাকে হত্যা করে উপনির্বাচন চায় বলেও তিনি অভিযোগ করেছেন। উল্লেখ্য সবুর াালী সেখ সিরাজগঞ্জ সদর থানা আওয়ামীলীগের একটি সভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে কোকসাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটায় ২৭ অক্টোবর সন্ত্রাসী হামলার শিকার হন।
×