ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২১:৪৭, ৭ নভেম্বর ২০১৭

ময়মনসিংহে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে সাত দফা দাবি আদায়ে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সড়ক ভবনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ সড়ক বিভাগের শ্রমিক কর্মচারীরা এই কর্মসূচী পালন করে। আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রনালয়ের বাছাই করা ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদের অবিলম্বে শুন্য পদের বিপরীতে নিয়মিতকরণ এবং অবশিষ্ট ৪৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীদের শর্ত শিথিল করে পূর্বের ন্যায় কনভার্টেড রেগুলারের আওতায় এনে নিয়মিতকরনে প্রজ্ঞাপন জারি, সড়ক বিভাগে কর্মরত কর্মচারীদের বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণের পর মাষ্টাররুল কর্মচারীদেরকেও নিয়মিত সংস্থাপনে আনয়ন, পদোন্নতির ব্যবস্থা গ্রহন, ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের সাংগঠনিক কাঠামো অনুমোদন ও বর্তমান চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করাসহ ৭ দফা আদায়ের দাবি জানায়।
×