ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে পাহাড়ধস ॥ নিহত ৬

প্রকাশিত: ২১:০৩, ৭ নভেম্বর ২০১৭

সিলেটে পাহাড়ধস ॥ নিহত ৬

অনলাইন ডেস্ক ॥ সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)। নিহতদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা। পুলিশ কর্মকর্তা শামসুল আলম বলেন, ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদ্রাসা ছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। দুর্গম এই এলাকাটিতে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে।
×