ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আয়কর মেলা শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ১৯:৫৩, ৭ নভেম্বর ২০১৭

আয়কর মেলা শেষ হচ্ছে আজ

অনলাইন রিপোর্টার ॥ আয়কর মেলার ষষ্ঠ দিনে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে করদাতা ও সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অত্যধিক জনসমাগমের কারণে মেলার সময় আটটায় শেষ হওয়ার কথা থাকলেও তা রাত ১০টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় আসা করদাতাদের উল্লেখযোগ্য অংশই তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়ার মাধ্যমে নতুন করে আয়করের খাতায়ও নাম লিখিয়েছেন অনেকে। রিটার্ন প্রদান শেষে এনবিআরের দেওয়া ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ পেতে দীর্ঘ লাইনও চোখে পড়েছে। চলতি বছর নতুন করে এটি চালু করেছে এনবিআর। ট্যাক্স আইডি কার্ড পেয়ে সন্তুষ্টির পাশাপাশি উচ্ছ্বাসও প্রকাশ করছেন অনেকে। কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত এই আইডি কার্ডের ছবি প্রদর্শন করছেন। তবে করদাতারা আরো প্রশস্ত পরিসরে মেলা আয়োজন করার দাবি জানিয়েছেন। মেলা প্রাঙ্গণে অত্যধিক ভিড়ের কারণে সেবা পেতে বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগও পাওয়া গেছে। এদিকে গত বুধবার শুরু হওয়া মেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। শেষদিকে এসে মেলার সময়সীমা বাড়ানোর দাবি করেছেন অনেকে। কিন্তু মেলার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর সদস্য ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সময় বাড়ানোর সুযোগ নেই। এর পর যারা বাকী থাকবেন নভেম্বর মাসব্যাপী আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করা হবে। ওই সময়ও উত্সবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
×