ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলার চরফ্যাসনে বিকাশকর্মীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০১:৩৬, ৬ নভেম্বর ২০১৭

ভোলার চরফ্যাসনে বিকাশকর্মীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাসন ॥ ভোলার চরফ্যাসন উপজেলায় বিকাশ এজেন্টের কর্মীর কাছ থেকে ১৭ লাখ ৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনোও টাকা উদ্ধার করতে পারেনি। তবে সোমবার দুপুরে সন্ধেহ ভাজন হিসাবে ছিনতাই হওয়া বিকাশ কর্মীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাংকের সিসি ফুটেজ দেখে অনুসন্ধান করছে পুলিশ। লালমোহন সার্কেলের সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার তদন্তে চরফ্যাসনে সরেজমিন গিয়েছেন। এদিকে এ ছিনতাইয়ের ঘটনার সাথে প্রত্যক্ষদর্শী এক ইউপি সদস্য’র সম্প্রিকততা থাকার অভিযোগ উঠলেও তাকে আটক করা হয়নি। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়,ভোলার চরফ্যাসন বিকাশ শাখার হিসাব রক্ষক সোলায়মান সাগর এক কোটি ১৪ লাখ টাকা রবিবার দুপুরে চরফ্যাসন পূবালী ব্যাংক থেকে উত্তোলন করে। ওই টাকা থেকে বিকাশের ডিএসও নিজাম উদ্দিন কে ১৭ লাখ ৫ হাজার টাকা চরফ্যাসনের আঞ্জুর হাটের বাবুর হাট মার্কেটে এজেন্টদের কাছে পৌছানোর জন্য দেওয়া হয়। তিনি মটরসাইকেল যোগে একা তার গন্তব্যের উদ্দ্যেশে যাওয়ার সময় বিকাল ৩ টার দিকে হঠাৎ করে কাশেম গঞ্জ বাজারের কাছে পাটোয়ারি বাড়ির সামনে একটি মটরসাইকেলে ৩ আরোহি বিকাশ প্রতিনিধির মটরসাইকেলের গতি রোধ করে। এর মধ্যে একজন হেলমেট পরা ছিলো। বিকাশ কর্মী জানায়, এ সময় মটরসাইকেলের অজ্ঞাত ৩ ব্যক্তি তার গলায় চাকু ঠেকিয়ে ব্যাগ ভর্তি ১৭ লাখ ৫ হাজার টাকা নেওয়ার চেষ্টা করলে সে প্রথমে বাধা দেয়। এসময় ধস্তা ধস্তির এক পর্যায়ে টাকা ব্যাগ ছিনিয়ে ও মটরসাইকেলের চাবি ছিনিয়ে পালিয়ে চলে যায়। এসময় বিকাশ কর্মী নিজাম উদ্দিন ডাক চিৎকার করছিলো। ওই সময় এওয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন যাওয়ার সময় ছিনতাই কারিকে ধাওয়া করে। ইউপি সদস্য ও যুবলীগ নেতা শাহাবুদ্দিন জানান, তিনি মটরসাইকেল যোগে দাওয়া করে। এর পর তার ভাই জিহাদের পালচার মটরসাইকেল যোগে জাহানপুর দিকে ধাওয়া করে। পরে আঞ্জুর হাটের দিকে ছিনতাইকারিরা চলে গেলে তাদের ধরতে পারেনি। এদিকে অভিযোগ উঠেছে, যখন ইউপি সদস্য ধাওয়া করে তা চিৎসকারে তো এলাকার লোকজন এগিয়ে আসার কথা ছিলো। কিন্তু কেন তিনি ডাকচিৎকার করেনি। এ ছাড়াও তিনি মোবাইলে বিভিন্ন সময়ে পুলিশকে ছিনতাইকারি আটক হয়েছে বলে ভূল তথ্য দেয় বলেও অভিযোগ উঠেছে। বিকাশ কর্মী নিজাম ৫ মাস আগে ভোলার চরফ্যাসনে ডিএসও হিসাবে যোগ দেয়। তার বাড়ি ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায়। এ ঘটনায় চরফ্যাসন বিকাশ অফিসের হিসাব রক্ষক সোলায়মান সাগর বাদী হয়ে গত রবিবার রাতে চরফ্যাসনের শশীভূষন থানায় অজ্ঞাত আসামী হিসাবে ছিনতাই মামলা করেন। তিনি বিকাশ কর্মী ছিনতাইয়ের সাথে জড়িত হতে পারেনা বলে মন্তব্য করে বলেন, প্রত্যক্ষদর্শী মেম্বার শাহাবুদ্দিন এ ঘটনার সাথে জড়িত হতে পারে বলে তিনি জানান। অপর দিকে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বিকাশ কর্মী নিজাম উদ্দিনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ব্যাংকের সিসি ক্যামেরায় তল্লাশি করা হচ্ছে। শশীভূষন থানার ওসি হানিফ সিকদার জানান,এ ঘটনায় সন্দেহ ভাজন হিসাবে তারা বিকাশ কর্মী নিজামকে জিজ্ঞাসাবাদ করছেন। নিজামের বক্তব্যের সাথে ঘটনার মিল নেই।
×