ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেদে সম্প্রদায়কে পুলিশের চাকুরি

প্রকাশিত: ০১:৩৫, ৬ নভেম্বর ২০১৭

বেদে সম্প্রদায়কে পুলিশের চাকুরি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের খড়িয়া বেদে পল্লীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৪ নং উত্তর খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে লৌহজং থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) কাজী মাকসুদা লিমা, উপজেরা বাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী,কুমারভোগ ইউপি চেয়ারম্যান মো. লৎফর রহমান তালুকদার। বেদেদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান সর্দার, সৈদয় মাদবর, হাহেব আলী মেম্বার, নুরুল হক মাদবর প্রমূখ। বেদে পল্লী থেকে মাদন নির্মূলেই এ সমাবেশের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে বেদে পল্লীতে মাদক বেচাকেনা চললেও বর্তমানে বেদেদের মাঝে এ নিয়ে অনুসুচনার সৃষ্টি হয়েছে। তারা বোঝতে পেড়েছে মাদক বেচা-কেনা বন্ধ না করলে একদিন তাদের অবস্থা রোহিঙ্গাদের মত হতে পারে। স্থানীয়রা তাদের যে কোন সময় এ নিয়ে রোহিঙ্গাদের মত ধাওয়া করতে পারে। তাই তারা ৩০ জন মাদক ব্যবসায়ীদের নাম ওই সমাবেশ হতে পুলিশের নিকট তুলে দেবার ঘোষনা দেন। সমাবাশে বেদেদের ৭জন মাদবর জানান, আমরা এ থেকে রেড়িয়ে আসতে চাই। ইয়াবার ছোবল থেকে আমরা বাচতে চাই। পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বেদেরা সুভাগ্যবান, বেদের থেকে এখন পুলিশের ডিআইজি রয়েছে। তাই সেই দিক থেকে আপনারা সুভাগ্যবান। লৌহজংয়ে বেদে সম্পদায় বলে কিছু থকবেনা। এরা মিশে যাবে সকলের সাথে। এদের থেকে বেড়িয়ে আসবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। বেদে মায়েরা চাইলেই এটা সম্ভব। এর জন্য মাদবর , চেয়ারম্যানের প্রয়োজন নেই। একজন পুরুষ একটি মেয়েকে বিয়ে করলে অন কেউ আর তার কাছে মেয়ে বিয়ে দিবেননা। তবেই বাল্য বিয়ে রোধ হবে। বিনা বেতনে বেদেদের ছেলে মেয়েদের পড়া লেখার ব্যবস্থা করা হবে কিন্তু তার পরিবর্তে বেদেদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে পুলিমের মধ্যে ডোপ টেস্ট শুরু হয়েছে। তাদের শরীরে মাদকের অস্তিস্ত¡ পাওয়া যাচ্ছে তাদের জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তাই কমিনিটি পুলিশের হাতেও ডেপ টেস্টের যন্ত্র দেয়া হবে। যাদের শরীরে মাদকের অস্তিস্ত¡ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া যদি কোন পুলিশ কর্মকর্তা মাদক বিক্রেতার নিকট থেকে টাকা বা ঘুষ গ্রহন করে, তবে তাকে আর লৌহজংয়ে রাখা হবেনা। তাছাড়া বেদে সম্প্রদায়ের কেউ এসএসসি পাশ করলে তাকে পুলিশে চাকুরি দেয়া হবে।
×