ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ভূয়া অডিট কর্মকর্তা আটক

প্রকাশিত: ০১:১০, ৬ নভেম্বর ২০১৭

শ্রীপুরে ভূয়া অডিট কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শ্রীপুর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রের চিত্র মোবাইল ফোনে ধারণ করার সময় ভূমি মন্ত্রণালয়ের অডিট (তদন্ত) কর্মকর্তা হিসেবে ভূয়া পরিচয়দানকারী এক কলেজ ছাত্রকে সোমবার আটক করা হয়েছে। তার নাম মো. সাব্বির হোসেন। সে শ্রীপুর উপজেলার চাওবন গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। আটক সাব্বির গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম কলেজ সরকারি কলেজের ডিগ্রী’র তৃতীয় বর্ষের ছাত্র। শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহেল রানা জানান, শ্রীপুর উপজেলা ভূমি অফিসে এসে সাব্বির নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অডিট (তদন্ত) কর্মকর্তা বলে পরিচয় দেয়। সে অফিসের কয়েক কর্মচারীকে হুমকি দিয়ে নামজারি ভাগসহ তার দেওয়া কয়েকটি কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এসময় সাব্বির মোবাইল ফোনের মাধ্যমে সরকারি ও গোপনীয় বিভিন্ন নথিপত্রেরসহ কর্মচারীদের চিত্র ধারণ করে। তার কথাবার্তা এবং আচরনে সন্দেহ হলে ভূমি অফিসের কর্মচারীরা ওই যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠায়। এব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার জানান, ভূয়া পরিচয় দিয়ে সরকারি নথিপত্রের চিত্র ধারণ করার অপরাধে ওই যুবকের বিরুদ্ধের প্রতারনার অভিযোগে প্রসিকিউশন দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
×