ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাণীনগরে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:১০, ৬ নভেম্বর ২০১৭

রাণীনগরে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার রাতে নওগাঁর রাণীনগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাণীনগর থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে এলাকার আলোচিত তিন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চকাদিন গ্রামের বুলবুলি সুলতানা বুলি (৩২), পশ্চিম বালুভরা গ্রামের তুষার হোসেন (৩০) ও কুজাইল গ্রামের ছবির উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ওরফে রুবেল (৪৬)। জানা গেছে, রবিবার রাতে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি টহল দল উপজেলার চকাদিন গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী বুলবুলি সুলতানা বুলিকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। বুলবুলি এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এবং সম্প্রতি মাদক মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পরে। অপরদিকে রাণীনগর থানার এসআই তরিকুল ইসলাম ওইদিন উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তুষার হোসেনকে ৩ শ’ ৭২ পুরিয়া এবং রাতে উপজেলার নগর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দীন ওরফে রুবেলকে ৯৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত তুষারের বিরুদ্ধে রাণীনগর, আত্রাই, জয়পুরহাটসহ বেশ কয়েকটি থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান।
×