ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

প্রকাশিত: ০১:০৬, ৬ নভেম্বর ২০১৭

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ এবং সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত: ৬ জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার সংলগ্ন এলাকায় গত রোববার রাতে রংপুরগামি একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দিলে দুই মটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। তারা হচ্ছে পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাবর গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবুল মিয়া (২৭) এবং গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ফারুক হোসেন। হাইওয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টায় মটর সাইকেল আরোহীরা কোমরপুর বাজার থেকে রংপুর-বগুড়া মহাসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। এসময় রংপুরগামি বাসটি ওই মটর সাইকেলটিকে চাপা দেয়। অপরদিকে সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরেরদীঘি এলাকায় একটি ভটভটির সাথে একটি অটোবাইকের সংঘর্ষ হলে এক অটো আরোহী ঘটনাস্থলে নিহত এবং অপর ৬ জন আহত হয়। আহতরা গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
×