ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে শ্রমিকের গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০০:১২, ৬ নভেম্বর ২০১৭

আড়াইহাজারে শ্রমিকের গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে নিখোঁজের এক মাস পর ইউনুছ (৩৫) নামের এক পাওয়ারলুম শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার সকাল দশটায় উপজেলার গওহরদী এলাকার একটি ডোবার কুচুরি পানার নীচ থেকে গ্রামবাসীর উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আনোয়ার হোসেন (৩৫) ও মকবুল হোসেন (২৮)। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ৫ অক্টোবর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার মৃত কাশেম আলীর ছেলে ইউনুছ মিয়াকে মোবাইলে ফোন করে আনোয়ারসহ বেশ কয়েকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ইউনুছ নিখোঁজ থাকে। পরে পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে পরদিন ৬ অক্টোবর ইউনুছের বোন মল্লিকা বেগম আনোয়ার, দেলোয়ার, মুকুল ও মুকবুল হোসেনকে সন্দেহ করে আড়াইহাজার থানায় একটি জিডি করেন। জিডি করার পর অভিযুক্ত চারজন এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশ তদন্ত শুরু করে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আনোয়ারের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হয়। এরই প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল রবিবার রাত তিনটায় রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও মকবুল হোসেনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সকাল দশটার দিকে আড়াইহাজার থেকে ইউনুছের গলিত লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, গত চার বছর আগে বিদেশে যাওয়ার জন্য তার ভাই ইউনুছ জমি বিক্রি করে আনোয়ার হোসেনকে সাড়ে চার লক্ষ টাকা দেয়। কিন্তু টাকা দেয়ার পর তাকে বিদেশে না পাঠিয়ে নানা টালবাহানা করতে থাকে। টাকা ফেরত না পেয়ে ইউনুস আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। প্রায় দুই মাস কারাভোগ করে আনোয়ার জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এসে ইউনুছকে হত্যার হুমকি দেয়। এর কয়েকদিন পরই তারা ইউনুছকে হত্যা করে লাশ গুম করে। ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে গ্রেফাতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জাড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×